Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
jatka conservatio campaign 02-04-2020
Details

অদ্য ০২/০৪/২০২০ তারিখ ভোর ৬.০০ ঘটিকায় নির্ভরযোগ্য গোপন তথ্যের ভিত্তিতে জনাব মুহাম্মদ মামুনুর রশীদ, জেলা মৎস্য কর্মকর্তা, ঢাকা এর নেতৃত্বে মৎস্য অধিদপ্তরের বাজার মনিটরিং টীম যাত্রাবাড়ীর বিভিন্ন মৎস্য আড়তে অভিযান চালিয়ে ২.৫৮ টন নিষিদ্ধ জাটকা জব্দ করেন। জব্দকৃত জাটকাসমূহ বিভিন্ন এতিমখানা ও দুঃস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়। অতঃপর তিনি যাত্রাবাড়ী, সোয়ারীঘাট ও মিরপুরের বিভিন্ন মৎস্য বাজারসমূহ পরিদর্শন করেন। বাজারে সরবরাহ ও দাম স্থিতিশীল রয়েছে বলে নিশ্চিত করেন।
পরবর্তীতে সকাল ১১.০০ ঘটিকায় যাত্রাবাড়ীতে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সারোয়ার আলমের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। উক্ত মোবাইল কোর্টে আরও উপস্থিত ছিলেন সৈয়দ মোঃ আলমগীর, উপপরিচালক, ঢাকা বিভাগ, ঢাকা ; জনাব মুহাম্মাদ মামুনুর রশীদ, জেলা মৎস্য কর্মকর্তা, ঢাকা ; মোঃ জামাল উদ্দিন, সহকারী প্রকল্প কর্মকর্তা। মোবাইল কোর্ট পরিচালনাকালে ট্রাকভর্তি আনুমানিক ৩.৫০ টন জাটকা জব্দ করা হয়। জব্দকৃত জাটকা ঢাকা মহানগরের বিভিন্ন স্থানের দুঃস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়।

Images
Attachments
Publish Date
02/04/2020
Archieve Date
30/06/2020