আগামী ০৮ হতে ১৪ এপ্রিল উদযাপিত হতে যাচ্ছে “জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৫”। এবারের প্রতিপাদ্য“জাটকা ধরা বন্ধ হলেইলিশ উঠবে জাল ভরে।”
প্রতিবছর পয়লা (০১) নভেম্বর হতে ৩০ জুন পর্যন্ত ৮ মাস জাটকা আহরণ, পরিবহন, মজুদ, ক্রয়-বিক্রয় আইনত দন্ডনীয় অপরাধ। এই আট মাস জাটকা অর্থাৎ ১০ ইঞ্চির ছোট ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, ক্রয়-বিক্রয় নিষিদ্ধ।
এই আইন অমান্যকারীকে কমপক্ষে ১ বছর হইতে সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদন্ড অথবা ৫০০০/- (পাঁচ হাজার) টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত করা হবে।